The teacher`s voice

তথ্য প্রযুক্তির বর্তমান এ যুগে তথ্যের অবাধ প্রবাহ, তৎসঙ্গে তথ্যের নির্ভূল ও নিশ্চিত প্রাপ্তি প্রতিটি মানুষের একান্ত কাম্য। বর্তমান সরকার দেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ গড়ায় যে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে নিরলস প্রচেষ্টা তারই ধারাবাহিকতায় আধুনিকায়নের এ যুগে আমাদের এ বিদ্যালয় তার ওয়েব সাইট সম্প্রসারন করেছে। এর ফলে বিদ্যালয়ের যাবতীয় তথ্য, বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, সুনাম সকলেই অবগত হতে পারবে। এছাড়া বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা সংক্রান- যাবতীয় তথ্য, ফলাফল, অবকাঠামোগত অবস্থাসহ সার্বিক তথ্য অতি সহজে জানতে পারবে এবং এতদসঙ্গে শিক্ষার্থী, অভিভাবক মহল, সুধীমহলসহ সবাই বিদ্যালয় সম্পর্কে সুচিন্তিত মতামত প্রদান করতে পারবেন এবং বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো গতিশীল ও যুগোপযোগী করতে সহায়তা করবেন বলে আমার বিশ্বাস।

 

 

রুহুল আমিন

প্রধান  শিক্ষক

ডাঃ কে, এ জলিল উচ্চ বিদ্যালয়,ত্রিপল্লী

নড়িয়া,শরীয়তপুর।